বুধবার, ২০ এপ্রিল, ২০১১

পাস হলো সিরিয়ায় জরুরি অবস্থা তুলে নেওয়ার আইন

ঢাকা (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডেস্ক) : কয়েক দশক ধরে কার্যকর জরুরি আইন তুলে নিতে নতুন আইন পাস করেছে সিরিয়ায় সরকার। জনগণের চাপের মুখে গত শনিবার জরুরি আইন তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ৷। তারই ধারাবাহিকতায় সেদেশের সরকার জরুরি অবস্থা তুলে নিতে নতুন আইন পাস করেছে। এখন শুধু প্রেসিডেন্ট হিসেবে আসাদ এই আইনে স্বাক্ষর করলেই তা কার্যকর হবে। শুধু তাই নয়, সেদেশের সরকার রাষ্ট্রীয় নিরাপত্তা আদালত, যেখানে কিনা রাজনৈতিক বন্দিদের বিচার হত, সেটিকে বিলুপ্ত ঘোষণা করেছে এবং শান্তিপূর্ণ প্রতিবাদ-বিক্ষোভও অনুমোদন করেছে। তবে প্রতিবাদ-বিক্ষোভ আয়োজনের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন হবে।


এদিকে, জরুরি আইন প্রত্যাহারের সরকারি সিদ্ধান্ত সিরিয়ার জনগণের জন্য এক বিশাল অর্জন হলেও প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা কিন্তু তাদের অবস্থান ত্যাগ করছে না।


অন্যদিকে, সিরিয়ার মানবাধিকার ভঙ্গের যথেষ্ট রেকর্ড রয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র মঙ্গলবার জানিয়েছে, জাতিসংঘের মানবাধিকার পরিষদে সিরিয়াকে যোগ করা ঠিক হবে না। এছাড়া সিরিয়ার জরুরি আইন প্রত্যাহারের বিষয়টি পরিষ্কার নয় বলে জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন