বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১১

বিদেশে কর্মী পাঠানোর খরচ বিশেষজ্ঞ কমিটি নির্ধারণ করবে: প্রধানমন্ত্রী

ঢাকা (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম): বিদেশে কর্মী পাঠানোর সর্বোচ্চ খরচ কী হবে তা বিশেষজ্ঞ কমিটি নির্ধারণ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার রাজধানীর একটি হোটেলে এশিয়া অঞ্চলের ১১টি জনশক্তি রপ্তানিকারক দেশের মন্ত্রী পর্যায়ের সম্মেলন 'কলম্বো প্রসেস' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ব্যাংকের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে এ কথা বলেন তিনি। বিদেশে কর্মসংস্থানের খরচ কমাতে বিনা জামানতে ঋণ সুবিধা ও বৈদেশিক আয় সরাসরি দেশে পাঠানোর সুবিধা নিয়ে বুধবার যাত্রা শুরু করল প্রবাসীকল্যাণ ব্যাংক। প্রধানমন্ত্রী বলেন, অভিবাসীদের স্বার্থ সুরক্ষায় নিয়োগকারী এজেন্সিগুলোকে নিয়ন্ত্রণ করতে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এখন থেকে বিদেশে যারা যাবেন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে তারা ঋণ নিতে পারবেন। এতে করে সহায়-সম্পত্তি বিক্রি কিংবা বন্ধক রেখে বিদেশে যাওয়ার খরচ মেটাতে হবে না। দু'দিনের কলম্বো প্রসেসের মন্ত্রী পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী লিবিয়ার মতো জটিল পরিস্থিতি মোকাবেলায় কার্যকর পরিকল্পনা ও কৌশল গ্রহণে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান।
প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে থেকে ১১.৪ বিলিয়ন রেমিটেন্স আসে। প্রবাসীদের পাঠানো এ অর্থ জাতীয় আয়ের প্রায় ১৩%। মোট বৈদেশিক আয়ের তুলনায় প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বেশি হলেও প্রবাসীদের কল্যাণে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান গড়ে ওঠেনি।
প্রবাসী ব্যাংকের কার্যকরী মূলধনের পরিমাণ হবে ৪০০ কোটি টাকা। তবে প্রাথমিকভাবে ১০০ কোটি টাকা পুঁজি নিয়ে ব্যাংকটির কার্যক্রম শুরু হয়েছে। এরমধ্যে ৫ কোটি টাকা এসেছে সরকারি অনুদান থেকে। বাকী ৯৫ কোটি টাকার যোগান দেয়া হয় প্রবাসী কল্যাণ তহবিল থেকে।
৭০-৭১ ইস্কাটনের 'ওয়ানস্টপ সার্ভিস' ভবনে এ ব্যাংকের প্রধান কার্যালয় হবে। তবে ভবনটি পুরোপুরি প্রস্তুত না হওয়া পর্যন্ত মিরপুরে দারুস সালাম রোডে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ব্যাংকের অস্থায়ী কার্যালয়ে লেনদেন চলবে।
এক বছরের মধ্যে প্রতিটি বিভাগে ২টি করে মোট ১৬টি শাখায় ১৬০ জন জনবল নিয়োগ দেয়া হবে। ব্যাংক দেশভিত্তিক রেটিং করে বিদেশ গমনেচ্ছুদের ৯% হারে লোন দেবে বলে জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। বিদেশ গমনে আর্থিক সাহায্যের ছাড়াও বিদেশ ফেরত সমস্যাগ্রস্তদের আতœকর্মকসংস্থান সৃষ্টিতেও ব্যাংক অর্থসাহায্য দেবে।
প্রবাসী শ্রমিকদের এসব সমস্যা সমাধানে বর্তমান সরকার এ বছরের ২৭ মার্চ বিশেষ অধ্যাদেশ জারির মাধ্যমে প্রবাসীকল্যাণ ব্যাংক নামে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। প্রথম দিকে প্রবাসীদের কল্যাণে বিশেষ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করলেও পরে এটি সাধারণ ব্যাংক হিসেবে কাজ করবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন