ঢাকা (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম): মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত অভিযোগে আটক জামাত নেতা সাঈদীর জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। একই সাথে সাঈদী বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী
৩১ মে মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন আদালত। নিজামী, মুজাহিদ, কাদের মোল্লা ও কামারুজ্জামানের বিরুদ্ধে শুনানি কাল বৃহষ্পতিবার অনুষ্ঠিত হবে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চে এ রায় দেন।
এর আগে সকাল পৌনে ১০টার দিকে জামাতের ৪ নেতাকে প্রিজন ভ্যানে করে পুরাতন হাইকোর্ট ভবন এলাকায় স্থাপিত ট্রাইবুনালে আনা হয়। প্রায় এক ঘণ্টা ট্রাইব্যুনালের হাজতখানায় থাকার পর তাদের এজলাসে নেয়া হয়। পরে জামাতের আরেক নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে পৌনে ১১টার দিকে ট্রাইবুনালে হাজির করা হয়। নারায়ণগঞ্জ কারাগার থেকে প্রিজন ভ্যানে করে হাজির করার পর মুজাহিদকেও এজলাসে নেয়া হয়।
৩১ মে মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন আদালত। নিজামী, মুজাহিদ, কাদের মোল্লা ও কামারুজ্জামানের বিরুদ্ধে শুনানি কাল বৃহষ্পতিবার অনুষ্ঠিত হবে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চে এ রায় দেন।
এর আগে সকাল পৌনে ১০টার দিকে জামাতের ৪ নেতাকে প্রিজন ভ্যানে করে পুরাতন হাইকোর্ট ভবন এলাকায় স্থাপিত ট্রাইবুনালে আনা হয়। প্রায় এক ঘণ্টা ট্রাইব্যুনালের হাজতখানায় থাকার পর তাদের এজলাসে নেয়া হয়। পরে জামাতের আরেক নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে পৌনে ১১টার দিকে ট্রাইবুনালে হাজির করা হয়। নারায়ণগঞ্জ কারাগার থেকে প্রিজন ভ্যানে করে হাজির করার পর মুজাহিদকেও এজলাসে নেয়া হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন