মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১১

অরক্ষিত বাংলাদেশের জলসীমা

বাংলাদেশর জলসীমার ২শ’ নটিক্যাল মাইলের ভেতরে প্রতিদিন অনুপ্রবেশ করছে থাইল্যান্ড মালয়েশিয়া, ভারত ও মিয়ানমারের শক্তিশালী নৌ-যান। এসব নৌ-যান থেকে প্রতিদিন ধরা হচ্ছে অন্তত ২ থেকে আড়াই শ’ কোটি টাকার সামুদ্রিক মাছ। এছাড়া জলসীমার মধ্যে থাকা হাইড্রোকার্বন, তেল/গ্যাস, লবন ও অন্যান্য খনিজ সম্পদের সংরক্ষণ ব্যবস্থা শক্তিশালী না হওয়ায় এর সুষ্ঠু ব্যবহার নিয়েও অনিশ্চিয়তা দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, জলসীমা সংরক্ষিত না হওয়া ও নজরদারীর অভাবে অনেক ক্ষেত্রেই আমাদের আমদানির ওপর নির্ভর করতে হচ্ছে। অথচ সুষ্ঠু তদারকির মাধ্যমে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। এ ব্যাপরে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা

বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১১

মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১১

খাদ্যাভাব ও নিরাপত্তাহীনতায় নিঝুমদ্বীপের ৪০ হাজার হরিণ

বন্য কুকুরের আক্রমণ, আবাসন সংকট, লবণাক্ত পানি, প্রভাবশালীদের অত্যাচার ও রেঞ্জ কর্মকর্তাদের অবহেলার কারণে নোয়াখালীর হাতিয়া উপজেলার হরিণের অভয়ারণ্য হিসাবে পরিচিত নিঝুমদ্বীপের প্রায় ৪০ হাজার হরিণের জীবন বিলীন হওয়ার পথে। তীব্র খাদ্যাভাব ও নিরাপত্তাহীনতায় রয়েছে নিঝুমদ্বীপের হরিণ। নিঝুমদ্বীপে বন বিভাগের স্থানীয় বিট অফিসারসহ মাত্র ১২ জন কর্মকর্তা-কর্মচারী এ বিপুল সংখ্যক হরিণের দেখভাল করছেন। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। লোকবল সংকটের কারণে যেমন বিশাল বনাঞ্চল

রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১১

আজ নওগাঁ ও পাবনামুক্ত দিবস

আজ ১৮ ডিসেম্বর। ১৯৭১সালের এই দিনে নওগাঁ ও পাবনা হানাদারমুক্ত হয়। এসব এলাকা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত প্রতিবেদন- নওগাঁ প্রতিনিধি জানান, ভারতীয় মেজর চন্দ্র শেখর মিত্র বাহিনী ও মুক্তিবাহিনীসহ নওগাঁয় প্রবেশ করেন। পাক বাহিনীর তখন আর কিছুই করার ছিলো না। ফলে প্রায় ২ হাজার পাকসেনা নওগাঁ কেডি স্কুল থেকে পিএম গার্লস স্কুল ও সরকারি গার্লস স্কুল থেকে শুরু করে থানা চত্বর ও এসডিও অফিস চত্বর থেকে শুরু করে রাস্তার দুই পাশে সারি বেধে দাঁড়িয়ে অবনত মস্তকে আত্মসমর্পণ করে।

মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১১

সরকার নতুন মোড়কে বাকশাল প্রতিষ্ঠা করেছে: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারকে ‘ব্যর্থ’ উল্লেখ করে বলেছেন, দেশের গণতন্ত্র এ সরকার অবরুদ্ধ করে ফেলেছে। মানুষের মৌলিক অধিকার তারা খর্ব করেছে। কার্যত নতুন মোড়কে তারা একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছে। আর এ লক্ষ্যেই নির্বাচন থেকে বিএনপিকে দূরে রাখতে যা করা দরকার সরকার তার সবই করছে। মির্জা ফখরুল বলেন, এ সরকার মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু তাদের ধমনিতে একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের রক্ত প্রবহমান। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন

বুধবার, ৭ ডিসেম্বর, ২০১১

আগামী নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, আমরা দেশকে যে অবস্থায় রেখে গিয়েছিলাম দেশ সেই অবস্থাতেই আছে। বাংলাদেশের মানুষ দুই নেত্রীকে দেখেছে। তারা দেশকে দেশের মানুষকে কিছুই দিতে পারে নি। তাই আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনাদের সাক্ষী রেখে প্রতিশ্র“তি দিচ্ছি আগামী নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে। সাবেক রাষ্ট্রপতি ঢাকা বিভক্তির তীব্র বিরোধীতা করে বলেন, ঢাকা বাসী এ বিভক্তি মেনে নেবে না, আমরাও মেনে নেব না।

বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১১

দুর্নীতির সূচকে বাংলাদশের উন্নতি

দুর্নীতির ধারণা সূচকে বাংলাদশের গত বছরের তুলনায় একধাপ উন্নতি হয়েছে। বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) ‘দুর্নীতির ধারণা সূচক’ অনুযায়ী ২০১১ সালে দুর্নীতিগ্রস্ত দেশের এ তালিকায় ২ দশমিক ৭ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান এবার ত্রয়োদশ। ২ দশমিক ৪ স্কোর নিয়ে বাংলাদেশ গত বছর দ্বাদশ অবস্থানে ছিল। আজ বৃহস্পতিবার বার্লিন থেকে কেন্দ্রিয়ভাবে এ ধারণা সূচক (করাপশন পারসেপশন ইনডেক্স- সিপিআই) প্রকাশ করে টিআই। পরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রকাশিত এ প্রতিবেদনের বাংলাদেশ

মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১১

ডারবান জলবায়ু সম্মেলন শুরু

দক্ষিণ আফ্রিকার বন্দর শহর ডারবানে বসেছে বিশ্ব জলবায়ু সম্মেলন কোপ-১৭। সোমবার এ সম্মেলন শুরু হয়। সুড়ঙ্গের শেষে আলোর দেখা পাওয়ার আশায় এখানে ১২ দিনব্যাপী এ সম্মেলনে যোগ দিচ্ছেন বাংলাদেশসহ বিশ্বের ১৯৪টি দেশের ২০ হাজার প্রতিনিধি। মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের সূচনা যে শহওে, এ শহর জলবায়ু বিপন্ন বিশ্ববাসীকে কতটা শান্তির বারতা দেবে, সে প্রশ্নের উত্তর মিলবে ৯ ডিসেম্বর। তার আগ পর্যন্ত চলবে কারিগরি ও মন্ত্রী পর্যায়ের আলোচনা। জলবায়ু সম্মেলন ঘিরে ভারত মহাসাগর-তীরবর্তী এ শহরটিকে নতুনভাবে

রবিবার, ২৭ নভেম্বর, ২০১১

আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি: লোকমান পরিবার

নরসিংদী (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম): ‘আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি’- এ মন্তব্য নরসিংদীর প্রয়াত মেয়র লোকমান হোসেনের মা মাজেদা বেগমের। সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নতুন অসহায়ত্ব ভর করেছে তার ওপর। ছেলে হত্যার বিচার নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। লোকমান হত্যাকারীদের বিচার ও গ্রেপ্তারের দাবিতে রোববার দুপুরে বাসাইলের নিজ বাড়িতে পরিবারের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলন মাজেদা বেগম তার অনিশ্চয়তার কথা তুলে ধরেন। লিখিত বক্তব্যে মাজেদা খাতুন অভিযোগ করেন, আওয়ামীলীগের কতিপয় নেতা তাদের ব্যাক্তিগত স্বার্থ হাসিলের জন্য লোকমানকে হত্যা করেছে

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১১

চট্টগ্রামে অলির ওপর যুবলীগের হামলা

চট্টগ্রাম (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম): চট্টগ্রামের আদালতে এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদের ওপর হামলা চালিয়েছে যুবলীগের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার সকালে এ হামলার ঘটনা ঘটে। সকাল ১১টার দিকে অলি একটি মানহানীর মামলায় হাজিরা দিতে যান। এ সময় আদালতের বাইরে প্রথমে তার গাড়িতে জুতা ও ইট ছোড়া হয়। অলি হাজিরা দিয়ে বাইরে আসার পর তাকে নাজেহাল করে যুবলীগ নেতাকর্মীরা। আদালত চত্বরে কয়েকটি গাড়ি ও মোটর সাইকেল ভাঙচুর করে তারা। পরে অলি পুলিশের সহায়তায় আদালত চত্বর ত্যাগ করেন। প্রধানমন্ত্রী ও স্থানীয় মহিলা সংসদ সদস্যকে কটাক্ষ করে বক্তব্য দেয়ার অভিযোগে চট্টগ্রামের চন্দনাইশের ব্যবসায়ী ও যুবলীগের সঙ্গে সংশ্লিষ্ট আফতাব আহমেদ শিমুল গত ২০ নভেম্বর

বুধবার, ২৩ নভেম্বর, ২০১১

টিপাইমুখ বাঁধ: যৌথ জরিপ চেয়ে মনমোহনকে খালেদার চিঠি

ঢাকা (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম): টিপাইমুখ বাঁধ নির্মাণের আগে যৌথ জরিপ চেয়ে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে চিঠি দিয়েছেন বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে খুলনার রোডমার্চ, কুসিক নির্বাচন ও টিপাইমুখ বাঁধ নিয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়

মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১১

টিপাইবাঁধ ইস্যুতে উত্তপ্ত সিলেট

সৈয়দ সাইমূম আনজুম ইভান (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম): আবারও টিপাইবাঁধ প্রতিরোধ আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে সিলেট। বরাক নদীর ওপর টিাপইমুখ বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ভারতের জাতীয় দু’টি জলবিদ্যুৎ সংস্থা ও মণিপুর সরকারের মধ্যে একটি যৌথ বিনিয়োগ চুক্তি সই হয়েছে। এই সংবাদ চাউর হওয়ার পর বিক্ষুব্দ হয়ে উঠেছেন সিলেটের সচেতন জনসাধারণ। গত রোববার দিনব্যাপি এ বাঁধ নির্মাণের প্রতিবাদে সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠন। টিপাইমুখে জলাধার ও বিদ্যুৎ প্রকল্প হলে বৃহত্তর সিলেট, বাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও নারায়নগঞ্জসহ নদ-নদী বিধৌত এলাকা বিপর্যের মুখে পড়বে। এমনকি সিলেটের কৃষি ও জীব বৈচিত্র ধ্বংশ হয়ে যেতে পারে বলে পরিবেশবিদরা মনে করেন।

শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১১

একদিনের খেলার মর্যাদা পাওয়ার পথে বাংলাদেশ

সাভার (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম): নারী বিশ্বকাপ বাছাইপর্বে শুক্রবার আয়ারল্যান্ডকে ৯৫ রানে হারিয়েছে বাংলাদেশ। সেই সাথে একদিনের খেলার মর্যাদা পাওয়ার পথে আরেক ধাপ আগালো বাংলাদেশ। এর মাধ্যমে গ্রুপ ‘বি’তে তৃতীয় স্থান প্রায় নিশ্চিত হয়ে গেলো বাংলাদেশের মেয়েদের। আর শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই সরাসরি সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকবে বাংলাদেশের। তবে হেরে গেলেও অন্য গ্রুপের দ্বিতীয় দলের সঙ্গে প্লে অফ জিতে সেমিফাইনালে যেতে

মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১১

ভোট কিনতে কালো টাকার ছড়াছড়ি: অভিযোগ তিন মেয়র প্রার্থীরই

নির্বাচনের শেষ দিকে এসে কালোটাকার ছড়াছড়ি শুরু হয়েছে নারায়ণগঞ্জে। মঙ্গলবার তিন মেয়র প্রার্থীই এ অভিযোগ করেছেন। তারা বলেছেন, টাকা দিয়ে দরিদ্র ও অশিক্ষিত ভোটারদের ভোট কিনে নেয়ার চেষ্টা চলছে। অন্যদিকে সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেছেন, ‘টাকা নিবেন কিন্তু ভোট বুঝে শুনে দিবেন’ নির্বাচন কমিশনের এ ধরনের বক্তব্য ঠিক হয়নি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের আর মাত্র তিনদিন বাকি

গাদ্দাফি গোপন স্থানে সমাহিত

লিবিয়ার নিহত সাবেক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফিকে মঙ্গলবার মরুভূমির গোপন কবরস্থানে সমাহিত করা হয়েছে। দেশটির ক্ষমতাসীন জাতীয় অন্তর্বর্তী পরিষদের (এনটিসি) এক কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে। গত বৃহস্পতিবার গাদ্দাফি তার জন্ম শহর সির্তে থেকে পালিয়ে যাওয়ার সময় লিবিয়ার বিদ্রোহী যোদ্ধাদের হাতে ধরা পড়েন ও নিহত হন। পরে গাদ্দাফির মরদেহ মিসরাতার একটি শীতাতপ নিয়ন্ত্রিত মার্কেটে রাখা হয়। সোমবার মরুভূমির গোপন কবরস্থানে গাদ্দাফির মরদেহ সমাহিত করার এ সিদ্ধান্ত নেয়া হয়

সোমবার, ২৪ অক্টোবর, ২০১১

অধিকতর গণতন্ত্রায়নে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের অধিকতর গণতন্ত্রায়নের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী প্রাক্কালে রোববার এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, মানবজাতির কল্যাণের সর্বজনীন লক্ষ্য অর্জনে উন্নয়নশীল দেশগুলোর ব্যাপকতর অংশগ্রহণ নিশ্চিতে আমরা জাতিসংঘ ও এর বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো অধিকতর গণতন্ত্রায়নের আহ্বান জানাই। তিনি বলেন, জাতিসংঘের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে জাতিসংঘ সনদের নীতি ও উদ্দেশ্যের প্রতি দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।

রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১১

আচরণ বিধি লংঘনের দায়ে শামীম ও তৈমূরকে চিঠি

সদ্য বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌর সভার মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী অভিযোগ করেছেন, শামীম ওসমান তার বিরুদ্ধে অপপ্রচারের পাশাপাশি বিভিন্ন সংগঠনের ব্যানারে সভা-সমাবেশ করে নির্বাচনি প্রচারনা এবং নিজের জন্য ভোট চাইছেন, এটা নির্বাচন আচরণ বিধি লংঘন। রোববার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে কথা বলে এ অভিযোগ করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন শহর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা কৃষকলীগের সভাপতি রোকনউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নিজামউদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক

রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১১

ডেকে নিয়ে সাংবাদিকদের বের করে দিলেন মন্ত্রী

জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২০তম সভা থেকে রোববার সব সাংবাদিককে বের করে দেয়া হয়েছে। এ সময় সভায় উপস্থিত ছিলেন- নৌপরিহনমন্ত্রী শাহজাহান খান, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। এর আগে রেল ভবন মিলনায়তনে সকাল ১০টায় যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সভাপতিত্বে সভা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তাঁর অনুপস্থিতিতেই নির্ধারিত সময় সভা শুরু হয়। বেলা ১১টার দিকে

মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১১

দেশের ফুটবল ইতিহাসের মহেন্দ্রক্ষণে মুখোমুখি দুই পরাশক্তি

দেশের ফুটবল ইতিহাসের মহেন্দ্র ক্ষণ আজ। এই মহেন্দ্রক্ষণে স্বপ্নের ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা – নাইজেরিয়া। দেশের ফুটবলের ইতিহাসে এত বড় ম্যাচ আয়োজনের রেকর্ড এটিই প্রথম। সন্ধ্যা ৬ টার বদলে খেলা শুরু হবে ৭ টায় । ম্যাচ আয়োজক কমিটির প্রধান আনোয়ারুল হক হেলাল সোমবার সাংবাদিকদের বলেন, সন্ধ্যা ৬ টায় দিনের আলো থাকে। আর নাইজেরিয়া দল লম্বা ভ্রমণে প্রচণ্ড পরিশ্রান্ত। এই কারণেই আমরা খেলা পেছানোর সিন্ধান্ত নেই। দুই দলের সম্মতিতেই এই সিন্ধান্ত নেয়া হয়েছে। খেলার সময় এক ঘন্টা পেছানো

শনিবার, ২৭ আগস্ট, ২০১১

মহাকাশে ঝলমলে হীরক গ্রহ আবিষ্কার

রাতের আকাশে মিটমিট করে জ্বলতে থাকা তারাগুলো দেখে এমন কোন মানুষ নেই যে কিনা একবার হলেও ওই স্বপ্নের রাজ্যে হারিয়ে যাননি। মানুষ কত ভাবেই না আবিষ্কার করতে চেয়েছে এই তারার জগৎ। কিন্তু মহাবিশ্বেও বিপুল রহস্য ঘেরা ওই জগতের কতটুকুই বা আবিষ্কার করতে পেরেছে বিজ্ঞানীরা। তবে সম্প্রতি তারা এমন একটি গ্রহের সন্ধ্না পেয়েছেন যাকে বলা হচ্ছে হীরার তৈরী গ্রহ। অস্ট্রেলিয়ায় অবস্থিত ৬৪ মিটার লম্বা, বিশাল আকারের পার্কস রেডিও টেলিস্কোপ দিয়ে মহাশূন্যে এইরকম একটি নক্ষত্রের ওপর নজর রাখা

বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১১

শনিবার, ২০ আগস্ট, ২০১১

কুড়িগ্রামে জন্ডিসের ভুল চিকিৎসায় এক যুবক অন্ধ

হাতুরে ডাক্তারের কাছে জন্ডিসের চিকিৎসা নিতে গিয়ে ফারুক হোসেন (২৪) নামের এক যুবকের দু’ চোখ অন্ধ হয়ে গেছে। মর্মস্পর্সী এ ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম শহরতলীর ভেলাকোপা গ্রামে। জানা গেছে- কুড়িগ্রামের ভেলাকোপা গ্রামের দরিদ্র আব্দুল হামিদের বড় ছেলে রং মিস্ত্রি ফারুক হোসেন অনেকদিন যাবত জন্ডিসে ভুগছিলেন। চিকিৎসার আশায় সে গত শুক্রবার একই গ্রামের হাতুরে ডাক্তার ফয়জার আলমের কাছে যায়। হাতুরে ডাক্তার ফয়জার তাকে দেখে তার শরীরে

শুক্রবার, ১৯ আগস্ট, ২০১১

ল্যাবএইডের সহায়তা প্রদান, ক্ষমা চাইতে অপারগতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মৃদুলকান্তির পরিবার ল্যাব এইড হাসপাতালের সহায়তা ফিরিয়ে দিয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি আদালতেই ফয়সলা হবে। এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ সংগীত বিভাগের চেয়ারম্যানের কাছে একটি চেক হস্তান্তর করে। তবে গণমাধ্যমে বিবৃতি দিয়ে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার যে দাবি শিক্ষার্থীরা জানিয়েছিলেন, তা হাসপাতাল কর্তৃপক্ষ মেনে নেয়নি

বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১১

আমিনবাজার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি

আমিনবাজারে ৬ ছাত্র হত্যাকান্ডের ঘটনায় রুল জারি

বুধবার, ২০ জুলাই, ২০১১

মোমিন হত্যা: ওসিসহ তিন জনের মৃত্যুদণ্ড

কলেজ ছাত্র কামরুল ইসলাম মোমিন হত্যা মামলায় প্রধান অভিযুক্ত রফিকুল ইসলাম ওরফে ওসি রফিকসহ ৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দু’জন হলেন তারেক ওরফে জিয়া

সোমবার, ১৮ জুলাই, ২০১১

গণপিটুনীতে ৬ ছাত্র নিহত: মিরপুরে বিক্ষোভ-অবরোধ

সাভারের আমিনবাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৬ কলেজ ছাত্র নিহতের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে মিরপুর। এ ঘটনায় মিরপুর বাঙলা কলেজের ছাত্র ও বিক্ষুব্ধ জনতা দারুস সালাম থেকে আমিন বাজার ব্রিজ পর্যন্ত সড়ক অবরোধ করে

৮ম ওয়েজ বোর্ড গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে যত শিগগির সম্ভব সাংবাদিকদের জন্য ৮ম ওয়েজ বোর্ড গঠনে পদক্ষেপ নেয়ার জন্য তথ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন

বুধবার, ২৯ জুন, ২০১১

বাংলাদেশ ৩ গোলে জয়ী

গণতন্ত্রকে ধ্বংস করবেন না: খালেদাকে হাসিনা

সোমবার, ২৭ জুন, ২০১১

আকর্ষণীয় বেতনে ক্রিকেটের নতুন কোচ স্টুয়ার্ট ল

তত্ত্বাবধায়ক পদ্ধতি বাতিল বিএনপি মেনে নেবেনা: খালেদা জিয়া

রবিবার, ১২ জুন, ২০১১

http://www.banglatimes24.com/image.php?aid=9126

নয়াপল্টনে ককটেল বিষ্ফোরণ: পুলিশী হামলায় সাংবাদিক আহত

চিলমারীতে নৌকা ডুবি: নিখোজ ৬

বৃহস্পতিবার, ৯ জুন, ২০১১

আজ সংসদে ২০১১-১২ অর্থ বছরের বাজেট উপস্থাপন

শীর্ষ নেত্রীর ছবির বিকৃতিকারী যুবদল কর্মী তিন দিনের রিমান্ডে

মঙ্গলবার, ৭ জুন, ২০১১

আগামী নির্বাচনে ই-ভোটিং: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী আলোচনার পথ বন্ধ করে দিয়েছেন : ফখরুল

মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় আজম খান

শনিবার, ৪ জুন, ২০১১

তত্ত্ববধায়ক ব্যবস্থা বাতিলের চেষ্টা থেকে সরে না আসলে কঠোর আন্দোলন: খালেদা জিয়া

দীর্ঘ হতাশা নিয়ে আজ শুরু শ্রকিক দল কাউন্সিল

বৃহস্পতিবার, ২ জুন, ২০১১

ই টেন্ডারিং উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

থাকছেন ব্লাটার : বাড়ছে বিতর্ক

বুধবার, ১ জুন, ২০১১

মিগ-২৯ মামলার পাঁচ আসামি মুক্ত

আজ ফিরে আসছে মহাকাশ ফেরি এন্ডেভার

তত্ত্বাবধায়ক ব্যবস্থা বহাল রাখার সুযোগ নেই: সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত বিএনপির প্রত্যাখ্যান

সোমবার, ৩০ মে, ২০১১

ভূমিকম্প মোকাবেলার প্রস্তুতি বাংলাদেশের নেই: রাজ্জাক

৪৬ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি ঘোষণা

সোমবার, ২৩ মে, ২০১১

শেয়ার কেলেঙ্কারি সম্পৃক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় সংসদে ক্ষোভ

রাজধানীতে বানের স্রোতের মতো আসছে মাদক

রবিবার, ২২ মে, ২০১১

'পুঁজিবাজার নিয়ন্ত্রণে এসইসি নিজেই সিদ্ধান্ত নিবে'

বিরোধী দল ছাড়া বসছে সংসদের নবম অধিবেশন

শনিবার, ২১ মে, ২০১১

মামলা প্রত্যাহার করলে সংসদ অধিবেশনে বিএনপি যোগ দেবে: মওদুদ

শাবিতে হাত বাড়ালেই মাদক

বৃহস্পতিবার, ১৯ মে, ২০১১

সাবেক প্রধান উপদেষ্টা ও সেনা প্রধানকে বিচারের মুখোমুখি করার সুপারিশ

পরিবহনে নতুন ভাড়া আজ থেকে কার্যকর