মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১১

অরক্ষিত বাংলাদেশের জলসীমা

বাংলাদেশর জলসীমার ২শ’ নটিক্যাল মাইলের ভেতরে প্রতিদিন অনুপ্রবেশ করছে থাইল্যান্ড মালয়েশিয়া, ভারত ও মিয়ানমারের শক্তিশালী নৌ-যান। এসব নৌ-যান থেকে প্রতিদিন ধরা হচ্ছে অন্তত ২ থেকে আড়াই শ’ কোটি টাকার সামুদ্রিক মাছ। এছাড়া জলসীমার মধ্যে থাকা হাইড্রোকার্বন, তেল/গ্যাস, লবন ও অন্যান্য খনিজ সম্পদের সংরক্ষণ ব্যবস্থা শক্তিশালী না হওয়ায় এর সুষ্ঠু ব্যবহার নিয়েও অনিশ্চিয়তা দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, জলসীমা সংরক্ষিত না হওয়া ও নজরদারীর অভাবে অনেক ক্ষেত্রেই আমাদের আমদানির ওপর নির্ভর করতে হচ্ছে। অথচ সুষ্ঠু তদারকির মাধ্যমে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। এ ব্যাপরে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন