শনিবার, ২০ আগস্ট, ২০১১

কুড়িগ্রামে জন্ডিসের ভুল চিকিৎসায় এক যুবক অন্ধ

হাতুরে ডাক্তারের কাছে জন্ডিসের চিকিৎসা নিতে গিয়ে ফারুক হোসেন (২৪) নামের এক যুবকের দু’ চোখ অন্ধ হয়ে গেছে। মর্মস্পর্সী এ ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম শহরতলীর ভেলাকোপা গ্রামে। জানা গেছে- কুড়িগ্রামের ভেলাকোপা গ্রামের দরিদ্র আব্দুল হামিদের বড় ছেলে রং মিস্ত্রি ফারুক হোসেন অনেকদিন যাবত জন্ডিসে ভুগছিলেন। চিকিৎসার আশায় সে গত শুক্রবার একই গ্রামের হাতুরে ডাক্তার ফয়জার আলমের কাছে যায়। হাতুরে ডাক্তার ফয়জার তাকে দেখে তার শরীরে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন