বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১১

চট্টগ্রামে অলির ওপর যুবলীগের হামলা

চট্টগ্রাম (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম): চট্টগ্রামের আদালতে এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদের ওপর হামলা চালিয়েছে যুবলীগের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার সকালে এ হামলার ঘটনা ঘটে। সকাল ১১টার দিকে অলি একটি মানহানীর মামলায় হাজিরা দিতে যান। এ সময় আদালতের বাইরে প্রথমে তার গাড়িতে জুতা ও ইট ছোড়া হয়। অলি হাজিরা দিয়ে বাইরে আসার পর তাকে নাজেহাল করে যুবলীগ নেতাকর্মীরা। আদালত চত্বরে কয়েকটি গাড়ি ও মোটর সাইকেল ভাঙচুর করে তারা। পরে অলি পুলিশের সহায়তায় আদালত চত্বর ত্যাগ করেন। প্রধানমন্ত্রী ও স্থানীয় মহিলা সংসদ সদস্যকে কটাক্ষ করে বক্তব্য দেয়ার অভিযোগে চট্টগ্রামের চন্দনাইশের ব্যবসায়ী ও যুবলীগের সঙ্গে সংশ্লিষ্ট আফতাব আহমেদ শিমুল গত ২০ নভেম্বর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন