মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১১

টিপাইবাঁধ ইস্যুতে উত্তপ্ত সিলেট

সৈয়দ সাইমূম আনজুম ইভান (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম): আবারও টিপাইবাঁধ প্রতিরোধ আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে সিলেট। বরাক নদীর ওপর টিাপইমুখ বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ভারতের জাতীয় দু’টি জলবিদ্যুৎ সংস্থা ও মণিপুর সরকারের মধ্যে একটি যৌথ বিনিয়োগ চুক্তি সই হয়েছে। এই সংবাদ চাউর হওয়ার পর বিক্ষুব্দ হয়ে উঠেছেন সিলেটের সচেতন জনসাধারণ। গত রোববার দিনব্যাপি এ বাঁধ নির্মাণের প্রতিবাদে সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠন। টিপাইমুখে জলাধার ও বিদ্যুৎ প্রকল্প হলে বৃহত্তর সিলেট, বাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও নারায়নগঞ্জসহ নদ-নদী বিধৌত এলাকা বিপর্যের মুখে পড়বে। এমনকি সিলেটের কৃষি ও জীব বৈচিত্র ধ্বংশ হয়ে যেতে পারে বলে পরিবেশবিদরা মনে করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন