মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১১

ডারবান জলবায়ু সম্মেলন শুরু

দক্ষিণ আফ্রিকার বন্দর শহর ডারবানে বসেছে বিশ্ব জলবায়ু সম্মেলন কোপ-১৭। সোমবার এ সম্মেলন শুরু হয়। সুড়ঙ্গের শেষে আলোর দেখা পাওয়ার আশায় এখানে ১২ দিনব্যাপী এ সম্মেলনে যোগ দিচ্ছেন বাংলাদেশসহ বিশ্বের ১৯৪টি দেশের ২০ হাজার প্রতিনিধি। মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের সূচনা যে শহওে, এ শহর জলবায়ু বিপন্ন বিশ্ববাসীকে কতটা শান্তির বারতা দেবে, সে প্রশ্নের উত্তর মিলবে ৯ ডিসেম্বর। তার আগ পর্যন্ত চলবে কারিগরি ও মন্ত্রী পর্যায়ের আলোচনা। জলবায়ু সম্মেলন ঘিরে ভারত মহাসাগর-তীরবর্তী এ শহরটিকে নতুনভাবে

রবিবার, ২৭ নভেম্বর, ২০১১

আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি: লোকমান পরিবার

নরসিংদী (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম): ‘আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি’- এ মন্তব্য নরসিংদীর প্রয়াত মেয়র লোকমান হোসেনের মা মাজেদা বেগমের। সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নতুন অসহায়ত্ব ভর করেছে তার ওপর। ছেলে হত্যার বিচার নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। লোকমান হত্যাকারীদের বিচার ও গ্রেপ্তারের দাবিতে রোববার দুপুরে বাসাইলের নিজ বাড়িতে পরিবারের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলন মাজেদা বেগম তার অনিশ্চয়তার কথা তুলে ধরেন। লিখিত বক্তব্যে মাজেদা খাতুন অভিযোগ করেন, আওয়ামীলীগের কতিপয় নেতা তাদের ব্যাক্তিগত স্বার্থ হাসিলের জন্য লোকমানকে হত্যা করেছে

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১১

চট্টগ্রামে অলির ওপর যুবলীগের হামলা

চট্টগ্রাম (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম): চট্টগ্রামের আদালতে এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদের ওপর হামলা চালিয়েছে যুবলীগের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার সকালে এ হামলার ঘটনা ঘটে। সকাল ১১টার দিকে অলি একটি মানহানীর মামলায় হাজিরা দিতে যান। এ সময় আদালতের বাইরে প্রথমে তার গাড়িতে জুতা ও ইট ছোড়া হয়। অলি হাজিরা দিয়ে বাইরে আসার পর তাকে নাজেহাল করে যুবলীগ নেতাকর্মীরা। আদালত চত্বরে কয়েকটি গাড়ি ও মোটর সাইকেল ভাঙচুর করে তারা। পরে অলি পুলিশের সহায়তায় আদালত চত্বর ত্যাগ করেন। প্রধানমন্ত্রী ও স্থানীয় মহিলা সংসদ সদস্যকে কটাক্ষ করে বক্তব্য দেয়ার অভিযোগে চট্টগ্রামের চন্দনাইশের ব্যবসায়ী ও যুবলীগের সঙ্গে সংশ্লিষ্ট আফতাব আহমেদ শিমুল গত ২০ নভেম্বর

বুধবার, ২৩ নভেম্বর, ২০১১

টিপাইমুখ বাঁধ: যৌথ জরিপ চেয়ে মনমোহনকে খালেদার চিঠি

ঢাকা (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম): টিপাইমুখ বাঁধ নির্মাণের আগে যৌথ জরিপ চেয়ে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে চিঠি দিয়েছেন বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে খুলনার রোডমার্চ, কুসিক নির্বাচন ও টিপাইমুখ বাঁধ নিয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়

মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১১

টিপাইবাঁধ ইস্যুতে উত্তপ্ত সিলেট

সৈয়দ সাইমূম আনজুম ইভান (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম): আবারও টিপাইবাঁধ প্রতিরোধ আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে সিলেট। বরাক নদীর ওপর টিাপইমুখ বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ভারতের জাতীয় দু’টি জলবিদ্যুৎ সংস্থা ও মণিপুর সরকারের মধ্যে একটি যৌথ বিনিয়োগ চুক্তি সই হয়েছে। এই সংবাদ চাউর হওয়ার পর বিক্ষুব্দ হয়ে উঠেছেন সিলেটের সচেতন জনসাধারণ। গত রোববার দিনব্যাপি এ বাঁধ নির্মাণের প্রতিবাদে সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠন। টিপাইমুখে জলাধার ও বিদ্যুৎ প্রকল্প হলে বৃহত্তর সিলেট, বাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও নারায়নগঞ্জসহ নদ-নদী বিধৌত এলাকা বিপর্যের মুখে পড়বে। এমনকি সিলেটের কৃষি ও জীব বৈচিত্র ধ্বংশ হয়ে যেতে পারে বলে পরিবেশবিদরা মনে করেন।

শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১১

একদিনের খেলার মর্যাদা পাওয়ার পথে বাংলাদেশ

সাভার (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম): নারী বিশ্বকাপ বাছাইপর্বে শুক্রবার আয়ারল্যান্ডকে ৯৫ রানে হারিয়েছে বাংলাদেশ। সেই সাথে একদিনের খেলার মর্যাদা পাওয়ার পথে আরেক ধাপ আগালো বাংলাদেশ। এর মাধ্যমে গ্রুপ ‘বি’তে তৃতীয় স্থান প্রায় নিশ্চিত হয়ে গেলো বাংলাদেশের মেয়েদের। আর শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই সরাসরি সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকবে বাংলাদেশের। তবে হেরে গেলেও অন্য গ্রুপের দ্বিতীয় দলের সঙ্গে প্লে অফ জিতে সেমিফাইনালে যেতে