মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১১

অরক্ষিত বাংলাদেশের জলসীমা

বাংলাদেশর জলসীমার ২শ’ নটিক্যাল মাইলের ভেতরে প্রতিদিন অনুপ্রবেশ করছে থাইল্যান্ড মালয়েশিয়া, ভারত ও মিয়ানমারের শক্তিশালী নৌ-যান। এসব নৌ-যান থেকে প্রতিদিন ধরা হচ্ছে অন্তত ২ থেকে আড়াই শ’ কোটি টাকার সামুদ্রিক মাছ। এছাড়া জলসীমার মধ্যে থাকা হাইড্রোকার্বন, তেল/গ্যাস, লবন ও অন্যান্য খনিজ সম্পদের সংরক্ষণ ব্যবস্থা শক্তিশালী না হওয়ায় এর সুষ্ঠু ব্যবহার নিয়েও অনিশ্চিয়তা দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, জলসীমা সংরক্ষিত না হওয়া ও নজরদারীর অভাবে অনেক ক্ষেত্রেই আমাদের আমদানির ওপর নির্ভর করতে হচ্ছে। অথচ সুষ্ঠু তদারকির মাধ্যমে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। এ ব্যাপরে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা

বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১১

মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১১

খাদ্যাভাব ও নিরাপত্তাহীনতায় নিঝুমদ্বীপের ৪০ হাজার হরিণ

বন্য কুকুরের আক্রমণ, আবাসন সংকট, লবণাক্ত পানি, প্রভাবশালীদের অত্যাচার ও রেঞ্জ কর্মকর্তাদের অবহেলার কারণে নোয়াখালীর হাতিয়া উপজেলার হরিণের অভয়ারণ্য হিসাবে পরিচিত নিঝুমদ্বীপের প্রায় ৪০ হাজার হরিণের জীবন বিলীন হওয়ার পথে। তীব্র খাদ্যাভাব ও নিরাপত্তাহীনতায় রয়েছে নিঝুমদ্বীপের হরিণ। নিঝুমদ্বীপে বন বিভাগের স্থানীয় বিট অফিসারসহ মাত্র ১২ জন কর্মকর্তা-কর্মচারী এ বিপুল সংখ্যক হরিণের দেখভাল করছেন। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। লোকবল সংকটের কারণে যেমন বিশাল বনাঞ্চল

রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১১

আজ নওগাঁ ও পাবনামুক্ত দিবস

আজ ১৮ ডিসেম্বর। ১৯৭১সালের এই দিনে নওগাঁ ও পাবনা হানাদারমুক্ত হয়। এসব এলাকা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত প্রতিবেদন- নওগাঁ প্রতিনিধি জানান, ভারতীয় মেজর চন্দ্র শেখর মিত্র বাহিনী ও মুক্তিবাহিনীসহ নওগাঁয় প্রবেশ করেন। পাক বাহিনীর তখন আর কিছুই করার ছিলো না। ফলে প্রায় ২ হাজার পাকসেনা নওগাঁ কেডি স্কুল থেকে পিএম গার্লস স্কুল ও সরকারি গার্লস স্কুল থেকে শুরু করে থানা চত্বর ও এসডিও অফিস চত্বর থেকে শুরু করে রাস্তার দুই পাশে সারি বেধে দাঁড়িয়ে অবনত মস্তকে আত্মসমর্পণ করে।

মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১১

সরকার নতুন মোড়কে বাকশাল প্রতিষ্ঠা করেছে: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারকে ‘ব্যর্থ’ উল্লেখ করে বলেছেন, দেশের গণতন্ত্র এ সরকার অবরুদ্ধ করে ফেলেছে। মানুষের মৌলিক অধিকার তারা খর্ব করেছে। কার্যত নতুন মোড়কে তারা একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছে। আর এ লক্ষ্যেই নির্বাচন থেকে বিএনপিকে দূরে রাখতে যা করা দরকার সরকার তার সবই করছে। মির্জা ফখরুল বলেন, এ সরকার মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু তাদের ধমনিতে একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের রক্ত প্রবহমান। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন

বুধবার, ৭ ডিসেম্বর, ২০১১

আগামী নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, আমরা দেশকে যে অবস্থায় রেখে গিয়েছিলাম দেশ সেই অবস্থাতেই আছে। বাংলাদেশের মানুষ দুই নেত্রীকে দেখেছে। তারা দেশকে দেশের মানুষকে কিছুই দিতে পারে নি। তাই আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনাদের সাক্ষী রেখে প্রতিশ্র“তি দিচ্ছি আগামী নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে। সাবেক রাষ্ট্রপতি ঢাকা বিভক্তির তীব্র বিরোধীতা করে বলেন, ঢাকা বাসী এ বিভক্তি মেনে নেবে না, আমরাও মেনে নেব না।

বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১১

দুর্নীতির সূচকে বাংলাদশের উন্নতি

দুর্নীতির ধারণা সূচকে বাংলাদশের গত বছরের তুলনায় একধাপ উন্নতি হয়েছে। বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) ‘দুর্নীতির ধারণা সূচক’ অনুযায়ী ২০১১ সালে দুর্নীতিগ্রস্ত দেশের এ তালিকায় ২ দশমিক ৭ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান এবার ত্রয়োদশ। ২ দশমিক ৪ স্কোর নিয়ে বাংলাদেশ গত বছর দ্বাদশ অবস্থানে ছিল। আজ বৃহস্পতিবার বার্লিন থেকে কেন্দ্রিয়ভাবে এ ধারণা সূচক (করাপশন পারসেপশন ইনডেক্স- সিপিআই) প্রকাশ করে টিআই। পরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রকাশিত এ প্রতিবেদনের বাংলাদেশ