বুধবার, ১৮ জানুয়ারী, ২০১২

শাবি শিক্ষক সমিতির নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্যানেল জয়ী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্যানেল ৮ টি পদে জয়লাভ করেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শামসুল আলম এ ফলাফল ঘোষণা করেন। অন্যদিকে বাংলাদেশ জাতীয়বাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্যানেল সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যসহ ৩টি পদে জয়লাভ করেছে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকদের প্যানেল থেকে সভাপতি পদে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড.কবীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক সমাজ বিজ্ঞান বিভাগের সেবক কুমার সাহা, কোষাধ্যক্ষ সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ এবং সদস্য পদে ক্যামেস্ট্রি বিভাগের অধ্যাপক এসএম সাইফুল ইসলাম,

শনিবার, ১৪ জানুয়ারী, ২০১২

গোলাম আযমকে হাসপতালে রাখার দরকার নেই: মেডিকেল বোর্ড

একাত্তরে মানবতাবিরোধী যুদ্ধাপরাধের অভিযোগে কারাবন্দি গোলাম আযমকে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়ার প্রয়োজন নেই বলে মত দিয়েছেন তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ কারা কর্তৃপক্ষকে এটা জানিয়ে দেয়। শনিবার বিকাল ৪টায় এ বিষয়ে লেখা চিঠি কারা কর্তৃপক্ষ গ্রহণ করেছে। বিএসএমএমইউ’র পরিচালক মো. আব্দুল মজিদ ভূঁইয়া বলেন, ৩ সদস্যের মেডিকেল বোর্ড মত দিয়েছেন যে গোলাম আযমকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়ার দরকার নেই। তিনি যে ওষুধ সেবন করছেন, তা যেকোনো জায়গায় থেকে সেবন করা যায়। মেডিকেল বোর্ডের মতামত ও স্বাস্থ্যপরীক্ষার কাগজপত্র কারা কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। কারা কর্তৃপক্ষ এখন তাদের মতো করে ব্যবস্থা নিবে

মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১১

অরক্ষিত বাংলাদেশের জলসীমা

বাংলাদেশর জলসীমার ২শ’ নটিক্যাল মাইলের ভেতরে প্রতিদিন অনুপ্রবেশ করছে থাইল্যান্ড মালয়েশিয়া, ভারত ও মিয়ানমারের শক্তিশালী নৌ-যান। এসব নৌ-যান থেকে প্রতিদিন ধরা হচ্ছে অন্তত ২ থেকে আড়াই শ’ কোটি টাকার সামুদ্রিক মাছ। এছাড়া জলসীমার মধ্যে থাকা হাইড্রোকার্বন, তেল/গ্যাস, লবন ও অন্যান্য খনিজ সম্পদের সংরক্ষণ ব্যবস্থা শক্তিশালী না হওয়ায় এর সুষ্ঠু ব্যবহার নিয়েও অনিশ্চিয়তা দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, জলসীমা সংরক্ষিত না হওয়া ও নজরদারীর অভাবে অনেক ক্ষেত্রেই আমাদের আমদানির ওপর নির্ভর করতে হচ্ছে। অথচ সুষ্ঠু তদারকির মাধ্যমে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। এ ব্যাপরে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা

বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১১

মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১১

খাদ্যাভাব ও নিরাপত্তাহীনতায় নিঝুমদ্বীপের ৪০ হাজার হরিণ

বন্য কুকুরের আক্রমণ, আবাসন সংকট, লবণাক্ত পানি, প্রভাবশালীদের অত্যাচার ও রেঞ্জ কর্মকর্তাদের অবহেলার কারণে নোয়াখালীর হাতিয়া উপজেলার হরিণের অভয়ারণ্য হিসাবে পরিচিত নিঝুমদ্বীপের প্রায় ৪০ হাজার হরিণের জীবন বিলীন হওয়ার পথে। তীব্র খাদ্যাভাব ও নিরাপত্তাহীনতায় রয়েছে নিঝুমদ্বীপের হরিণ। নিঝুমদ্বীপে বন বিভাগের স্থানীয় বিট অফিসারসহ মাত্র ১২ জন কর্মকর্তা-কর্মচারী এ বিপুল সংখ্যক হরিণের দেখভাল করছেন। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। লোকবল সংকটের কারণে যেমন বিশাল বনাঞ্চল