বুধবার, ১৮ জানুয়ারী, ২০১২

শাবি শিক্ষক সমিতির নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্যানেল জয়ী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্যানেল ৮ টি পদে জয়লাভ করেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শামসুল আলম এ ফলাফল ঘোষণা করেন। অন্যদিকে বাংলাদেশ জাতীয়বাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্যানেল সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যসহ ৩টি পদে জয়লাভ করেছে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকদের প্যানেল থেকে সভাপতি পদে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড.কবীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক সমাজ বিজ্ঞান বিভাগের সেবক কুমার সাহা, কোষাধ্যক্ষ সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ এবং সদস্য পদে ক্যামেস্ট্রি বিভাগের অধ্যাপক এসএম সাইফুল ইসলাম,

শনিবার, ১৪ জানুয়ারী, ২০১২

গোলাম আযমকে হাসপতালে রাখার দরকার নেই: মেডিকেল বোর্ড

একাত্তরে মানবতাবিরোধী যুদ্ধাপরাধের অভিযোগে কারাবন্দি গোলাম আযমকে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়ার প্রয়োজন নেই বলে মত দিয়েছেন তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ কারা কর্তৃপক্ষকে এটা জানিয়ে দেয়। শনিবার বিকাল ৪টায় এ বিষয়ে লেখা চিঠি কারা কর্তৃপক্ষ গ্রহণ করেছে। বিএসএমএমইউ’র পরিচালক মো. আব্দুল মজিদ ভূঁইয়া বলেন, ৩ সদস্যের মেডিকেল বোর্ড মত দিয়েছেন যে গোলাম আযমকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়ার দরকার নেই। তিনি যে ওষুধ সেবন করছেন, তা যেকোনো জায়গায় থেকে সেবন করা যায়। মেডিকেল বোর্ডের মতামত ও স্বাস্থ্যপরীক্ষার কাগজপত্র কারা কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। কারা কর্তৃপক্ষ এখন তাদের মতো করে ব্যবস্থা নিবে