মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১১

ভোট কিনতে কালো টাকার ছড়াছড়ি: অভিযোগ তিন মেয়র প্রার্থীরই

নির্বাচনের শেষ দিকে এসে কালোটাকার ছড়াছড়ি শুরু হয়েছে নারায়ণগঞ্জে। মঙ্গলবার তিন মেয়র প্রার্থীই এ অভিযোগ করেছেন। তারা বলেছেন, টাকা দিয়ে দরিদ্র ও অশিক্ষিত ভোটারদের ভোট কিনে নেয়ার চেষ্টা চলছে। অন্যদিকে সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেছেন, ‘টাকা নিবেন কিন্তু ভোট বুঝে শুনে দিবেন’ নির্বাচন কমিশনের এ ধরনের বক্তব্য ঠিক হয়নি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের আর মাত্র তিনদিন বাকি

গাদ্দাফি গোপন স্থানে সমাহিত

লিবিয়ার নিহত সাবেক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফিকে মঙ্গলবার মরুভূমির গোপন কবরস্থানে সমাহিত করা হয়েছে। দেশটির ক্ষমতাসীন জাতীয় অন্তর্বর্তী পরিষদের (এনটিসি) এক কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে। গত বৃহস্পতিবার গাদ্দাফি তার জন্ম শহর সির্তে থেকে পালিয়ে যাওয়ার সময় লিবিয়ার বিদ্রোহী যোদ্ধাদের হাতে ধরা পড়েন ও নিহত হন। পরে গাদ্দাফির মরদেহ মিসরাতার একটি শীতাতপ নিয়ন্ত্রিত মার্কেটে রাখা হয়। সোমবার মরুভূমির গোপন কবরস্থানে গাদ্দাফির মরদেহ সমাহিত করার এ সিদ্ধান্ত নেয়া হয়

সোমবার, ২৪ অক্টোবর, ২০১১

অধিকতর গণতন্ত্রায়নে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের অধিকতর গণতন্ত্রায়নের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী প্রাক্কালে রোববার এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, মানবজাতির কল্যাণের সর্বজনীন লক্ষ্য অর্জনে উন্নয়নশীল দেশগুলোর ব্যাপকতর অংশগ্রহণ নিশ্চিতে আমরা জাতিসংঘ ও এর বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো অধিকতর গণতন্ত্রায়নের আহ্বান জানাই। তিনি বলেন, জাতিসংঘের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে জাতিসংঘ সনদের নীতি ও উদ্দেশ্যের প্রতি দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।